পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরবিশ্বাস এলাকায় পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলায় বিএনপি কর্মী রেনু আক্তার সহ গুরুতর আহত ৭। ঘটনাটি ঘটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগ হওয়ার পরের দিন ৬ আগস্ট বেলা ১১ টায়। এই হামলার প্রতিবাদে ভুক্তভোগী রেনু আক্তার গলাচিপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রেনু আক্তার জানান ৬ আগস্ট বেলা ১১টার দিকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা চরবিশ্বাস ইউনিয়নের বিএনপি নেতা মোঃ বাকের বিশ্বাসের নেতৃত্বে সিপন গাজী, তুহিন গাজী, নজরুল ডাক, সাহিন গাজী, নিপু গাজী, ইমাম গাজী, আব্বাস চৌধুরী সহ আরো অপরিচিত কয়েকজন মিলে সংঘবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা সন্ত্রাসী হামলা চালায়। এতে রক্তাক্ত গুরুতর জখম হয় শাহিন হাওলাদার, শাহাদাত হাওলাদার, সিয়াম তালুকদার, রেনু আক্তার সহ আরো কয়েকজন। এসময় ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা হত্যার হুমকি ধমকি দিয়ে চলে যায়। আহতদের অবস্থা খারাপ দেখে স্থানীয়রা দ্রুত গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানেও রাখেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তারা তাৎক্ষণিক ভাবে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। তিনি জানান, এ বিষয় নিয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা করতে পারেনি। তিনি আরো বলেন, দেশের চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে থানার কার্যক্রম বন্ধ থাকায় আইনি কোন পদক্ষেপ নিতে পারেননি। তিনি অতিবিলম্বে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান প্রশাসন ও রাষ্ট্রের কাছে।