শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

নাজিরপুরের গাওখালী স্কুল এন্ড কলেজ মাঠে শান্তি সমাবেশ

আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় গাওখালী স্কুল এন্ড কলেজ মাঠে শান্তি সমাবেশে বক্তব্য রাখছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা এ্যাড: আবুল কালাম আকন, পৌড় বিএনপির সিনিয়র নেতা সাবেক সরোয়ার উপজেলা বিএনপির আহ্বায়ক আয়কর আইনজীবি সমিতির সাবেক মহাসচিব এ্যাড: মিজানুর রহমান দুলাল। বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন খান। উক্ত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ঐ ইউনিয়নের আহ্বয়ক মাষ্টার সরোয়ার হোসেন গাজী প্রমুখ। জানা গেছে গতকাল ১০ই আগস্ট উপজেলার ০৩ নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের গাগওখালী বাজার স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপি ও তার অংগ সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ হিন্দু-মুসলিম ছাত্র জনতা নিয়ে বিএনপির নেতৃবৃন্দ শান্তি সমাবেশ করেন। শান্তি সমাবেশে উপস্থিত বক্তারা পৃথক পৃথক বক্তৃতাকালে বলেন, বিগত আওয়ামী দু:শাসনে আমরা যারা জেল, জুলুম হামলা-মামলার স্বীকার হয়েছি, আজকে আল্লাহ রাব্বুল আ’লামীন বিক্ষিপ্ত ছাত্র জনতার আন্দোলনের মুখে সৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ক্রন্তিলগ্নে বাংলার গৌরবার্জিত সেনা সদস্যরা দেশের হাল ধরেছেন এবং একটি নিরপেক্ষ সরকার গঠন করেছেন, এই মুহুর্তে সকল নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি থাকতে হবে। এখনও আওয়ামী সন্ত্রাসীরা দেশে ঘাপটি মেরে থেকে দেশকে আবারো বিসৃঙ্খলার দিকে ঠেলে দিয়ে আন্দলোনকারী ছাত্রজনতা ও বিএনপি সহ সকল অঙ্গসংগঠন এবং জামায়াতে ইসলামী সহ তাদের সকল অঙ্গসংগঠনের কাধে দায় চাঁপিয়ে আবারো দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে নিতে মরিয়া হয়ে উঠেছে তারা। এই নৈরাজ্যকে ঠেকাতে প্রশাসনের পাশে সার্বিক সহযোগীতা করতে আমরা সার্বক্ষণিক সক্রিয় আছি। যদি কেউ এই নৈরাজ্যকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করতে চান, তিনি যে দলেই হউন না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রধান অতিথি বক্তৃতাকালে বলেন। তিনি বক্তব্যে আরো বলেন, এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে ৭১ সালে স্বাধীন করার পরে আমরা পরাধীনতায় ডুবে ছিলাম। ২৪ সালে আমাদের গর্বিত সন্তান তথা ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময় সৈরাচারের পতন হয়েছে। আমরা জাতীর এই সূর্য সন্তানদের কাছে কৃতজ্ঞ এবং যারা শহীদ হয়েছেন আল্লাহর দরবারে তাদের শহীদি মর্যাদা কামনা করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com