শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

কালীগঞ্জে পূবালী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে পূবালী ব্যাংকের ২০০ তম উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কালিগঞ্জের মধুগঞ্জ বাজারের ওয়েস্টন টাওয়ারের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উপ-শাখাটির শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শেখ মোঃ সামছুদ্দোহা। ব্যাংকটির ঝিনাইদহ শাখার প্রধান এস. এম. আশরাফুল আবেদীন এর সভাপতিত্বে এবং ঝিকরগাছা পিএলসি শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক ও যশোর শাখা প্রধান কাজী সিহাবুল ইসলাম, খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফরিদ আহম্মেদ, চুয়াডাঙ্গা শাখার শাখা ব্যাবস্থাপক চন্দ্র শিখর সাহা, কালীগঞ্জ পৌর ব্যাবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক শিপলু জামান, বিশিষ্ট ব্যাবসায়ী অধীর দত্তসহ কালীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ, ব্যাংকের গ্রাহক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com