কেশবপুর উপজেলা প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের হলরুমে দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ রাইটস অফ দলিত প্রকল্পের আয়োজনে ১৩ আগস্ট বিকালে সম্পন্ন হয়েছে। ১২ ও ১৩ আগস্ট দুই দিনব্যাপী দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন রাইটস অফ দলিতদের ফোকাল পারসন উত্তম কুমার দাস, প্রকল্প কর্মকর্তা আনজু মান আরা, এডমিন অফিসার প্রতাপ কুমার দাস ও মবিলাইজার নিকোলাস মিস্ত্রি। দলিতের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ সুইডেনের সহযোগিতায় দুই দিনের প্রশিক্ষণে দলিত যুব ফোরাম ও দলিত কমিউনিটির লিডার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।