মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

বরিশাল মহানগর ও জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠনের অবস্থান কর্মসূচি পালন

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ফ্যাসিষ্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ সকল খুনিদের বিচারের দাবীতে ১৪ ও ১৫ আগস্ট বুধ ও বৃহস্পতিবার ২ দিন ব্যাপি কেন্দ্রীয় বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচির অংশ হিসাবে বরিশালে মহানগর বিএনপি এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপি পৃথকভাবে দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। বুধবার (১৪) আগস্ট সকাল থেকে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় সম্মুখে ও অশি^নী কুমার টাউন হল চত্বরে একর্মসূচি পালন করে বিএনপি। সকালে দলীয় কার্যলয়ের সম্মুখে বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও যুগ্ম অঅহবায়ক অঅফরোজা খানম নাসরিন সহ দলীয় নেতা কর্মীদের নিয়ে অবস্থান করে। পরবর্তী সময়ে মহানগর বিএনপি সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার তার সমর্থক ও দলীয় এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দলীয় কার্যলয়ের সম্মুখে অবস্থান নিয়ে দিনব্যাপি কর্মসূচি পালন করে। এসময় মহানগর শ্রমিকদল, মহিলাদল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ ব্যানারে মিছিল নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ গ্রহন করে। অপরদিকে বরিশাল দক্ষিন জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিনের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যদের নিয়ে অশি^নী কুমার টাউন হল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। অন্যদিকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নগরীর বিভিন্নস্থানে মিছিল করা ছাড়াও মোটর বাইন নিয়ে নগরীর আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পাড়া মহল্লায় প্রদক্ষিণ করে। এসময় মহানগর বিএনপি সদস্য সচিব বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছে কোনভাবে আইনশৃংঙ্খা বিঘœ করা যাবে না। এছাড়া দলের নাম ভাঙ্গিয়ে কোনধরনের চাঁদাবাজি বন্ধ করা সহ প্রতিটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারায় দায়ত্ব পালনের নির্দেশ থাকায় আমরা নেতার নির্দেশ পালন করে যাচ্ছি। এসময় তিনি আরো বলেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান দেশে ভোটের অধিকার,আইনের শাষণ ও গণতন্ত্রের জন্য আন্দোলন করছে সেই লক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি এদেশে একটি সুষ্ঠ ভোটের মাধ্যমে দেশবাশিকে গণতন্ত্র ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাজ পথে থাকব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com