বগুড়া পৌরসভা ১৯নং ওয়ার্ডের শাখারিয়া দক্ষিণপাড়া গ্রামের সিরাজুল হকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাখারিয়া দক্ষিণপাড়া গ্রামের মোঃ মোজাম এর পুত্র সিরাজুল হক(২২) গত ৬ তারিখে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা দেন। সিরাজুল পেশায় রং মিস্ত্রি। মৃতকালে তিনি স্ত্রী ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের মৃতদেহ মঙ্গলবার রাতে তার নিজ বাসভবনে নিয়ে আসা হয়। বুধবার সকালে শাখারিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন বগুড়া পৌরসভা ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ করিম মিস্টার, ১৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন বাকী, সমাজসেবক জুয়েল ইসলাম। মানববন্ধনে বক্তারা, দুবৃর্ত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি জানান। মানববন্ধনে ১ হাজার গ্রামের নারী ও পুরুষ এবং আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।