শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

হাসিনার বিচারের দাবিতে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন

ইমাম হোসেন মাসুদ পিরোজপুর
  • আপডেট সময় বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ছাত্র আন্দোলনের মুখে গণহত্যার পর ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে পালানো সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং গত ১৫ বছর পৈশাচিক ভাবে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের গুম, খুন, হামলা মামলা ও নির্যাতনের বিচারের দাবিতে গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় মিছিল হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এ সময় জেলা, উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিগত দিনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার যে সকল অপকর্ম করেছে সেগুলোর সুষ্ঠ তদন্ত করে বর্তমান সরকারের কাছে বিচারের দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com