বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

“হাজারো কষ্ট, নির্যাতনেও সুন্নতের আদর্শ থেকে বিচলিত হননি আল্লামা সাঈদী” প্রথম মৃত্যুবার্ষিকীতে বক্তারা

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

মাইকে মাইকে মরহুম সাঈদীর ওয়াজে সরব দক্ষিণ চট্টগ্রাম

দক্ষিণ চট্টগ্রামে পুরো এলাকাজুড়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর ওয়াজ মাইকে মাইকে সরব ছিল ১৪ আগস্ট (বুধবার) দিনব্যাপি। এবং সদর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে, গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায়, মসজিদ ও কনভেশন হল-এ সভা-সেমিনার, ওয়াজ ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল বুধবার আধুনগর গ্রীণ প্যালেস কমিউনিটি সেন্টারে “ইসলামিক সেন্টার”-এর উদ্যোগে বিকাল ৩ টায় আল্লামা সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল আধুনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শামীম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান। আধুনগর ইউপি জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, নায়েবে আমীর পীরে তরীক্বত আলহাজ্ব শাহসূফী মাওলানা হাফিজুল হক নিজামী, পদুয়া দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব মাওলানা আ.ন.ম. নোমান, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন, শাহজাদা মাওলানা সালাউদ্দীন বেলাল প্রমুখ। এসময় বক্তারা বলেন, “হাজারো কষ্ট ও নির্যাতনেও সুন্নতের আদর্শ থেকে বিচলিত হননি আল্লামা সাঈদী। তাঁর জীবনের উৎসর্গ ইসলামী আন্দোলন ও মুসলমানদের ঈমানী চেতনা যোগাবে।” বক্তারা আরও বলেন, “সাঈদী ছিলেন পৃথিবীর মুসলমানদের জন্য এক জিন্দা ওলী। তাঁর দৃঢ় কণ্ঠের ভবিষ্যদ্বাণী আজও অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। আল্লাহর আদেশিত বিধি-বিধান ও রাসূল (সা:) এর নির্দেশিত পথ অনুযায়ী আল্লামা সাঈদী যেভাবে আমাকে আলো দেখিয়েছেন, সে আলোর দিশা ধরে আমরা বাংলাদেশকে অপার সম্ভাবনার দিকে অগ্রসর করে নিতে বদ্ধপরিকর।” সারা দেশের সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com