মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

ত্রিশালে সন্ত্রাস চাঁদাবাজি করতে দেওয়া হবে না:ডাঃ লিটন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবীতে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি। বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচী পালন করে উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। ডাঃ লিটন তার বক্তব্য বলেন এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের ছাত্রদেরকে হত্যা করেছে আমরা এই হত্যাকা-ের আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করছি। আগামী কাল বৃহস্পতিবার ১৫ আগষ্ট কোন প্রোগ্রাম ত্রিশালের মাটিতে জনগণ করতে দেওয়া হয়নি। বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে ত্রিশালে আর কোন চাঁদাবাজি টেন্ডারবাজি ও সন্ত্রাসী করতে দেওয়া হবে না, আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশকে পরাধীন করে রেখেছিল এখন দেশ স্বাধীন হয়েছে। আমরা ঘরে মিটিং করতে পারি নাই মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাদেরকে ফাঁসানো হয়েছে, পুলিশকে তালিকা দিয়ে মিথ্যা মামলায় যারা আমাদেরকে ফাসিয়েছেন এখন তাঁদের তালিকা করে ত্রিশালের মাটিতেই তাদের বিচার করা হবে। উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওন, উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com