মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

শেখ হাসিনা বিচার দাবিতে তারাকান্দায় বিএনপির অবস্থান কর্মসূচি

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে তারাকান্দায় অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি উপজেলা উপজেলা শাখা। বৃহস্পতিবার (১৫ আগষ্টে) সকাল ১০টা থেকে এই কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা–কর্মীরা। এ সময় এক বিশাল মিছিল উপজেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এতে নেতৃত্ব দেন প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এ সময় আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার, মাসুদ রানা খান, কাজী আব্দুল বাতেন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, সদস্য সচিব মাহিবুল হক টুটুল, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন ও তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম প্রমূখ। জানা গেছে, দিন ব্যাপি দলিয় কার্যালয়ের সামনে আবস্থান করেন বিএনপির নেতৃবৃন্দ। এর আগে সকাল থেকে খন্ড খন্ড মিছিল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দর নেতৃত্বে দলীয় কার্যালয়ে জরো হতে থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com