রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

হরিপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

পাপনার চাটমোহর উপজেলার ৫নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আলীগ সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন করেছে হরিপুর ইউনিয়নের সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা। রবিবার (১৮-আগস্ট) সকাল ১০-টায় হরিপুর ইউনিয়ন পরিষদের সামনে হরিপুর ইউনিয়নের সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা মানববন্ধন করেন। এ ছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর থেকে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গা-ঢাকা দিয়েছেন।এতে সেবাগ্রহীতা স্থানীয় জনসাধারণের ভোগান্তি চরম আকার ধারন করেছে। এ সময় বক্তারা বলেন, গত ১৩ দিন থেকে চেয়ারম্যান পরিষদে তালা দিয়ে পালিয়ে গেছেন। ওই ইউনিয়নের শত শত মানুষ এখন দুর্ভোগের মধ্যে আছেন। নাগরিক সনদ, জন্মনিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে না পারায় ভয়াবহ দুর্ভোগের রয়েছে ইউনিয়নবাসী। তার মত অযোগ্য, দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যান আমরা চাই না। অতিসত্বর তাকে পদত্যাগ করতে হবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান। তা না হলে তার বিরুদ্ধে আন্দোলন অব্যহত থাকবে বলে ঘোষণা করেন বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com