সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

যে ভুলে ওয়াশিং মেশিনে ধোয়া কাপড় দ্রুত নষ্ট হয়

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

অনেকেই বাড়িতে ওয়াশিং মেশিন ব্যবহার করেন। ঘরের অনেক বড় একটি কাজ কাপড় ধোয়ার ঝামেলা অনেক সহজ করে দিয়েছে ওয়াশিং মেশিন। কোনো পরিশ্রম ছাড়াই এতে জামাকাপড় ঝকঝকে হয় এবং সময়ও অনেকটা বাঁচে। প্রতিটি ইলেকট্রনিক জিনিসের মতো ওয়াশিং মেশিনেরও নিয়মিত যতœ প্রয়োজন। নাহলে ওয়াশিং মেশিনে কাপড় ঠিকভাবে পরিষ্কার হয় না, কাপড় দ্রুত নষ্ট হয়ে যায়, এমনকি মেশিনও নষ্ট হয় দ্রুত। জানেন কি, আপনার কয়েকটি ভুলেই ওয়াশিং মেশিনে ধোয়া কাপড় দ্রুত নষ্ট হয়। সেই সঙ্গে আপনার ওয়াশিং মেশিনও ঠিক থাকবে-
>> ওয়াশিং মেশিনে গরম পানির বদলে ঠান্ডা পানি ব্যবহার করা করুন।
>> কড়া ডিটারজেন্টের বদলে নরম লিকুইড ফ্যাব্রিক ওয়াশ ব্যবহার করুন।
>> মেশিনের যা ক্ষমতা তার চেয়ে বেশি কাপড় কাচতে দেবেন না।
>> ওয়াশিং মেশিনের ফিল্টার নিয়মিত পরিষ্কার করা জরুরি।
ওয়াশিং মেশিনের অনেক সমস্যার সমাধান হতে পারে ফিল্টার পরিষ্কার করেই। ওয়াশিং মেশিনের ফিল্টারে একটা সরু নাইলনের থলি আছে, যা মেশিনের ভেতরে একটা খাঁজ কেটে আটকানো থাকে। ওটা প্রয়োজন অনুসারে খোলা এবং লাগানো যায়। কাপড় কাচার সময়ে সুতো, চুল, ময়লা এগুলো ওই থলিতে জমা হয়।
সেই জন্যই প্রতিবার কাপড় কাচার আগে ওই থলিটা পরিষ্কার করে নেওয়া উচিত। তাতে ওটায় জমে থাকা ময়লা জামাকাপড়ে লাগবে না। কাপড় আর মেশিন দুই থাকবে ব্যাকটেরিয়াহীন। সূত্র: নিউজ১৮




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com