মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হলেন রাঙ্গামাটি রাবি-প্রবি’র ভিসি-প্রো ভিসি

মোঃ আক্কাস রাঙ্গামাটি
  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উ-উপাচার্য দুজনেই পদত্যাগ করেছেন। রোববার (১৮ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কয়েকজন শিক্ষক ও বৈষম্য বিরোধি আন্দোলনের শিক্ষার্থীদের চাপের মুখে তারা পদত্যাগ করেন। এর আগে রোববার (১৮ আগস্ট) সকালে শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা ভিসি প্রো-ভিসির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শার্টডাউন কর্মসূচি দেয়। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে এবং শিক্ষকরা একটি লিখিত বিবৃতি দেয়। বিবৃতিতে শিক্ষকরা ভিসি’র বিারুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবি করেন। রোববার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক পরিষদের এক সভা শেষে এই বিবৃতি প্রদান করা হয়। তারা ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। পক্ষান্তরে শিক্ষার্থীরা দাবি তোলে শুধু ভিসি নয় প্রো-ভিসি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক কাঞ্চন চাকমাকেও পদত্যাগ করতে হবে। আন্দোলনরত রাবিপ্রবি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সন্ধ্যায় প্রোভিসি অধ্যাপক কাঞ্চন চাকমা পদত্যাগ করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা ভিসির বাসায় গিয়ে তাকে পদত্যাগের অনুরোধ জানালে রোববার (১৮ আগস্ট) রাত ১১টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার পদত্যাগ করেন। এ সময় ভিসি সেলিনা আক্তার সাংবাদিকদের জানান, আমি কোনো দুর্নীতি করিনি, বা কোনো অনিয়মও করিনি, কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান দেখিয়ে আমি পদত্যাগ করালাম। এ সময় রাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবা আক্তার ভিসি ও প্রোভিসির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এই পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়সমূহের চ্যাঞ্চেলর মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com