ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের পদত্যাগের দাবিতে পৌরসভার কার্যালয় ঘেরাও করে জনগনকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয় ঘেরাও করে ওই বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় পৌর কার্যালয় তালা বদ্ধ থাকতে দেখা যায়। সে সময় কোন কর্মকর্তা কর্মচারীকেও কার্যালয়ে দেখা যায়নি। নেতারা জানান, দুর্নীতিমুক্ত এবং সংস্কারের লক্ষ্যে ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়রের পদত্যাগের জন্য বিএনপির পক্ষ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে মেয়র পদত্যাগ না করায় পৌরসভা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়েছে। মেয়র পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত রাখা হবে বলেও জানান আন্দোলনরত নেতারা।