মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

জামালপুরে শিশু ফোরামের দক্ষতা ও পরিকল্পনা প্রণয়ন প্রশিক্ষণ

আবুল কাশেম জামালপুরঃ
  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

শিশুদের সর্বোত্তম সুরক্ষা এবং উন্নয়নে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষে জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে শুক্রবার শিশু ফোরামের দক্ষতা উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুই দিনব্যপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। জামালপুর শহরের আশার আলো হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশনের এপির স্পন্সরশিপ অফিসার উজ্জল কোরাইয়া পেড্রিক, উন্নয়ন সংঘের এপির পরিবীক্ষণ কর্মকর্তা নাজমুল হোসেন, হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন, সাব্বির হোসেন, নাজমুল হক, আফরোজা বেগম। প্রশিক্ষণে জামালপুর পৌরসভা, শরিফপুর ও লক্ষিরচর ইউনিয়ন শিশু ফোরামের ৪১ জন সদস্য অংশ নেন। প্রশিক্ষণে শিশু অধিকার, শিশু আইন, যোগাযোগ, শিশু ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, শিশু সুরক্ষা নীতিমালাসহ বিভিন্ন বিষয়ের উপর অংশগ্রহণমূখী আলোচনা করা হয়। জানা যায় জামালপুর শিশু ফোরামের সদস্যরা বাল্যবিয়ে, মাদক, শিশু নির্যাতন প্রতিরোধ, পরিবেশ উন্নয়ন, বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতিমধ্যে এলাকাবাসী প্রশংসা অর্জন করেছে।প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিশুরা আগামী দিনে শিশুদের বাসযোগ্য একটি নতুন পৃথিবী বিনির্মানে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। উল্লেখ ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জীবীকায়ন, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস এবং স্পন্সরশিপসহ শিশু সুক্ষায় নানামূখী কার্যক্রম হাতে নিয়ে ১০ বছর মেয়াদী জামালপুর এরিয়া প্রোগ্রামটি বাস্তবায়ন করে আসছে । হংকং ও মালয়েশিয়া এরিয়া প্রোগ্রামে অর্থায়ন করছে বলে জানা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com