রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

ঢাকা থেকে যেকোনো সাহায্যের জন্য প্রস্তুত জয়া

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের আট জেলা আক্রান্ত হয়েছে। সরকারি তৎপরতার পাশাপাশি আক্রান্ত মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন সাধারণ মানুষ।
দেশের অনেক তারকাই সহযোগিতার হাত বাড়িয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানও তার সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। শুক্রবার (২৩ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বিষয়টি নিয়ে কথা বলেন ‘গেরিলা’খ্যাত এই অভিনেত্রী।
জয়া আহসান লেখেন, ‘কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারি হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি।’
আত্মবিশ্বাসী জয়া দেশের সব মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে জয়া আহসান লেখেন, ‘এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব।’
ঢাকা থেকে যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত জয়া আহসান। তা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘ঢাকা থেকে যেকোনো সাহায্যের জন্য আমি প্রস্তুত। আপনাদের কাছে আমার প্রার্থনা, যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো জান বেঁচে যাবে। প্রত্যেকটি প্রাণীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেইই হবে। আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে জয়া আহসান বলেন, ‘এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিংক শেয়ার করা হলো, যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com