শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

কালিয়ার কলাবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মের সংস্কার উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির সংস্কার উপলক্ষে আলোচনা সভা করেছে অত্র স্কুলের প্রাক্তন ছাত্র ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বৈষম্য বিরোধী ছাত্ররা। ২৫ আগষ্ট (রবিবার) দুপুর সাড়ে ১২ টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন তারা। আলোচনা শেষে বন্যা ও কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরনে দোয়া মাহফিল করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। দুপুর সাড়ে ১২ টায় কলাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় কলাবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতিগ্রস্থ শিক্ষক, নিয়োগ বানিজ্য, সৎ ও যোগ্য শিক্ষক নিয়োগসহ এলাকার উন্নয়নে ৭ দফা সংস্কারের দাবী জানান ছাত্ররা। এ ছাড়া এলাকাবাসীর প্রতি তাদের উদ্যোগ ও উদেশ্যকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন না করে একাত্মতা পোষন করে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তারা। এ সময় বক্তব্য রাখেন, অত্র স্কুলের প্রাক্তন ছাত্র সিহাব আলী, নাইমুল ইসলাম, বোরহান উদ্দিন, জাহাঙ্গীর, মোঃ ফাহাদ খন্দকার প্রমুখ। বক্তব্যে স্কুল ও এলাকার উন্নয়নে ৭ দফ দাবী সংস্কারের আহ্বান জানিয়ে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এ ছাড়া এ বিষয়ে ইউএনও কালিয়া বরাবর একটি স্মারকলিপি পেশ করবেন তারা বলে জানান। ৭ দফা হলো: ১. কলাবাড়ীয়া ও কলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক সংস্কার। ২. কলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের যারা অযোগ্য, অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে নিরেপক্ষ ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে এবং যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। ৩. কলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠ পরিবেশ ও যথাযথ শিক্ষার মান নিশ্চিত করতে হবে। ৪. কলাবাড়ীয়া স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতি বিষয়ের জন্য সৎ ও যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে। ৫. নিয়োগ বানিজ্যের মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে। ৬. কলাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার বন্ধ করতে হবে। ৭. সর্বপরি ব্যক্তি সার্থের ঊর্ধ্বে গিয়ে কলাবাড়ীয়া ও কলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সার্থে সার্বিক উন্নয়ন জন্য সকালের একাতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় নিজ অর্থায়নে অসহায় শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, ড্রেস ও গাইড কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন নাহিদ মুন্সী ও ৭ শত শিক্ষার্থীর আইডি কার্ডের যাবতীয় খরচ (৬০ টাকা প্রতি কার্ড) বহন করার ঘোষণা দেন অত্র স্কুলের প্রাক্তন ছাত্র শেখ সাদী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com