সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

নকলা পৌরসভার সাবেক মেয়র তারার কারামুক্তির দাবিতে মানববন্ধন

নকলা (শেরপুর) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

শেরপুরের নকলায় আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতৃবৃন্দ কর্তৃক রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া নকলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোখলেছুর রহমান (তারা) সহ গ্রেফতারকৃত সকল নিরাপরাধ কারাবন্দীদের নিঃশ্বর্তে মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার সর্বস্তরের জনগনের আয়োজনে ঢাকা-শেরপুর মহাসড়কের দুপাশে ঘন্টাব্যপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের মাঝামাঝি স্থানে তথা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটন, কারাবন্দী তারা’র ভাতিজা জেলা বিএনপির সদস্য ও নকলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তরা বলেন, মোখলেছুর রহমান তারা একজন দেশপ্রেমিক স্বচ্ছ রাজনীতিবিদ। তারা জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে মোখলেছুর রহমান তারা’র বয়স ছিল ১০ বছর। তার জন্ম তারিখ ১০ অক্টোবর ১৯৬০ খ্রি.। কিন্তু আওয়ামী সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসামূলক যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় তাকে আসামী করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রহশনের বিচারে বর্তমানে তিনি জেলখানায় বন্দি আছেন। অন্তবর্তীকালিন সরকারের নিকট মোখলেছুর রহমান (তারা) সহ গ্রেফতারকৃত সকল নিরাপরাধ কারাবন্দীদের নিঃশ্বর্তে মুক্তির দাবি জানান বক্তরা। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতৃবৃন্দ কর্তৃক রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া নকলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোখলেছুর রহমান (তারা) সহ গ্রেফতারকৃত সকল নিরাপরাধ কারাবন্দীদের নিঃশ্বর্তে মুক্তি না দিলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা জানান দিয়েছেন। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, সদস্য এনামুল হক পান্নু, রাব্বীনুর চৌধুরী ও জুয়েল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, বিএনপি নেতা ই¯্রাফিল, শহর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আলীসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। পরে উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষে মোঃ রেজাউল করিম এর স্বাক্ষরিত একটি স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com