ফটিকছড়িতে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের বাঁচাতে সাধারণ মানুষের পাশাপাশি এগিয়ে এসেছেন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সাবেক প্রেসিডেন্ট ও শিপিং ব্যাবসায়ী জামাল উদ্দীন সিকদার। বন্যার্তদের জন্য রান্না করা খাবারের পাশাপাশি ঔষদসহ শুকনা খাবার প্রদান করেছেন তিনি। এছাড়াও তিনি বন্যার্তদের সহায়তায় স্থানীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ ভূজপুর শাখাকে অনুদান দেন। তার পক্ষে গাউসিয়া কমিটির একটি টিম এসব খাবার পৌছে দেন বন্যার্তদের মাঝে। টিমের সমন্বয়ক সাজ্জাদ সিকদার, আরমান আহমেদ ও মাসুদ সিকদারের তত্ত্বাবধানে বন্যা কবলিত এলাকায় ৪দিন উদ্ধার কাজ হতে শুরু করে বর্তমানেও বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। টিমের অন্যান্য সদস্যরা হলেন, এরশাদ সিকদার, ইমন সিকদার, জয় চক্রবর্তী, সাইমন আহমেদ, জিদান সিকদার, বাবলু নাথ, সঞ্জয় নাথ, মুরশেদ সিকদার, ইমরান ফরহাদ, সিরাজুল ইসলাম, রুবেল, রাহাত, আব্দুর রাজ্জাক, সাম্রাট, শাকিল, আজম, সাহেদ সিকদার, ইসমাইল, ইলিয়াছ, রিফন, আবু জুনায়েদ, রিপাত, তামিম, জিসান সিকদার, নিসান সিকদার, সাম্রাট, রিফাত, বিজয় দত্ত, সাহেদুল ইসলাম সাহিন, মুরাদুল ইসলাম, সাইফুল ইসলাম, ডিসান, ফারহান জিয়া, জিপাদুল ইসলাম, বাবু প্রমূখ। জানতে চাইলে জামাল সিদকার বলেন, বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্থদের পাশে থাকার। আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই ঘুরে দাড়াবে আমাদের দেশ।