মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

কেরাণীগঞ্জ মডেল থানা ছাত্রদলের উদ্যোগে বানভাসিদের জন্য খাদ্য সামগ্রী বরাদ্দ

শামীম আহম্মেদ কেরাণীগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

ঢাকা মডেল থানাধীন ছাত্রদলের উদ্যোগে সিলেট-ফেনী-নোয়াখালী-কুমিল্লা সহ বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের মাঝে বিতরণের জন্য বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের নির্দেশনায় ৪ সহস্রধিক খাদ্য সমগ্রী প্যাকেট মজুদ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে তারানগরের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এই খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এতে সহযোগিতা করেন সাবেক ডাকসুর ভিপি, ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমান উল্লাহ আমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মো. মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহ-সভাপতি শামীম হাজী, যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির, মৎস্যজীবী দলনেতা রুহুল আমিন, হারুন আর রশিদ, ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম, নওসাৎ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com