শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

নড়াইলে জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

নড়াইলে জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জামায়াতের খুলনা মহানগর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান। জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের জামায়াতের টীম সদস্য মাওলানা মীর্জা আশেক এলাহী।অন্যান্যের মধ্যে জামায়াতের জেলা সেক্রেটারী মোঃ ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আলমগীর হোসেন, জামায়াতের লোহাগড়া উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ হাদিউজ্জামান, জামায়াত নেতা মাষ্টার জাকির হোসাইন, মো: আইয়ুব হোসেন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হেমায়েত উল হক হিমু,আব্দুস সামাদ,মাওলানা সিরাজুল ইসলাম, মোহাম্মদ খিয়ামউদ্দিনসহ জেলার ৩৯টি ইউনিয়ন, ৩টি পৌরসভার দায়িত্বে থাকা বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন হয়ে বিজয় অর্জিত হয়েছে ।আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে খুন, ধর্ষণ,অবৈধ দখলদারিত্ব,মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জামায়াত-শিবির ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের দমনমূলক কাজে নিয়োজিত ছিল।জামায়াত কখনো প্রতিশোধ নীতিতে বিশ^াস করে না।প্রতিহিংসা পরায়ন হয়ে আমরা ছাত্র-জনতার কষ্টার্জিত বিজয়কে নশ্চাৎ করতে চাই না।স্বৈরাচার জালেম সরকারকে হঠাতে সকল কর্তৃত্ব মাঠে ময়দানে থাকা ছাত্র-জনতার।পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের ভূমিকাও অপরিসীম। তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ নাই।মানুষ হিসেবে আমরা হিন্দু-মুসলমান সবাই নাগরিক অধিকারে সমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com