বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

আনসারদের লাঠির আঘাতে আহত গাড়িচালক শাহিন হাওলাদার মারা গেছেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর সচিবালয়ের সামনে আনসার সদস্যদের আন্দোলনের সময় লাঠির আঘাতে আহত ভাড়ায়চালিত গাড়িচালক (রেন্ট-এ-কার) শাহিন হাওলাদার (৪০) মারা গেছেন।
গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৫ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ের সামনে আনসারদের লাঠির আঘাতে আহত হন শাহিন হাওলাদার। পরদিন ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে।
নিহত শাহিন হাওলাদারের ছেলে মো. বিশাল বলেন, সচিবালয়ের সামনে আমার বাবার রেন্ট-এ-কার অফিস রয়েছে। সেখান থেকেই তিনি গাড়ি চালাতেন। ওইদিন রাতে সচিবালয়ের সামনে আনসার সদস্যদের লাঠির আঘাতে গুরুতর আহত হন। বিশাল আরও বলেন, আমাদের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার দক্ষিণ বাজিকরের খ- গ্রামে। আমার দাদার নাম সোবহান হাওলাদার। আমরা তিন ভাইবোন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com