শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

সাভারে কারখানায় হামলা-ভাঙচুর যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আশুলিয়া থেকে আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার মো. ইসমাইল (২৪), আলম (২৪), টাঙ্গাইল জেলার ফরহাদ মিয়া (২৪), দিনাজপুর জেলার মনির হোসেন (২১), ময়মনসিংহ জেলার মোস্তাফিজুর রহমান জুলহাস (১৭), আশুলিয়ার গোরাট এলাকার মো. শাকিল (২৩), ঘোষবাগ এলাকার আসমা আক্তার (২৮), নিশ্চিন্তপুর এলাকার শিমু আক্তার, কুলসুম বেগম, আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মোখলেছুর রহমান(৫০)।
সাভার থেকে আটক হওয়াদের নাম জানা যায়নি।
আশুলিয়া থেকে আবু হানিফ নামে একজনকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা না পাওয়ায় গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে, ১১ জনকে আশুলিয়া থেকে এবং ৩ জনকে সাভার থেকে আটক করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com