শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের পলাতক অধ্যক্ষর বিল করার অভিযোগ

এমরান হোসেন লিটন (ফরিদগঞ্জ) চাঁদপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হরিপদ দাস ও তার ভাগিনা অফিস সহায়ক সজীব দত্ত। কলেজে অনুপস্তিত থাকার পরও তাদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে বিল স্বাক্ষর করে বরং তাদেরকে পুরস্কৃত করেছেন কলেজের সভাপতি ও উপজলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল। এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কাউকে দায়িত্ব প্রদান না করায় অভিভাবক শূন্যতায় খুঁড়িয়ে চলছ কলেজের শিক্ষা কার্যক্রম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজের শিক্ষক, শিক্ষাথীরা, অভিভাবকসহ স্থানীয় সাধারণ মানুষ। নাম প্রকাশে অনিছুক কলেজের শিক্ষকরা জানিয়েছেন, সরকার পতনের পর থেকে অনুপস্তিত রয়েছেন অধ্যক্ষ ও তার ভাগিনা অফিস সহায়ক সজীব দত্ত। তাদের অনুপস্থিতিতে কলেজ পরিচালনায় নিয়মানুসারে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। তাছাড়া বহুবিধ অপকর্মের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে সভাপতি বরাবর শিক্ষকরা অনাস্থা দিয়েছে। তিনি তা গ্রহণও করছেন। কিন্তু কলেজের অচলাবস্থা কাটাতে এর বিপরীতে সভাপতি কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। সভাপতির নির্দেশনা অনুসারে অধ্যক্ষ ও অফিস সহায়ক সজীব দত্তকে বাদ দিয়ে প্রথমে আগস্ট মাসের বিল প্রস্তত করা হয়। পরবর্তীতে আবার তিনিই ভিন্ন ব্যাখ্যা দিয়ে অধ্যক্ষকে ও তার ভাগিনা অফিস সহায়ক সজীব দত্তকে বেতন সিটে সংযুক্ত করে বিল প্রদান করতে বলেন। ঘটনার বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে মোহাম্মদ আলী জিনাহ বলেন, অনুপস্তিত শিক্ষকের বিল করা সমিচীন নয়। একই বিষয়ে জানতে কলেজের সভাপতি ও উপজলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ১০৮টি প্রতিষ্ঠানের সভাপতি। কোথায় কি হয় তা আমার মনে থাকেনা। কলেজ থেকে জেনে নিন। তিনি আরো বলেন, এভাবে অনুপস্থিত থাকলে বেতন পাওয়ার কথা নয়। কিন্তু বেতন সিডে তার বেতন উত্তোলন না দেখাতে পারলে অন্য শিক্ষকদেরও বেতন দেওয়া সম্ভব নয়, যার কারণে তাকে বেতন দেওয়া হয়েছে। উল্লেখ্য কলেজে অনুপস্তিত থাকা, বিগত সময় আওয়ামীলীগ পরিচয়ে কলেজে একক আধিপত্য বিস্তার, অফিসকে দলীয় অফিসের ন্যায় ব্যবহার করা, নিয়াগ বাণিজ্য, অতিরিক্ত ফি আদায়, অর্থনৈতিক অস্বছতা ও অর্থ আত্মসাৎ, অভিভাবক লাঞ্ছনা, নারী কেলেঙ্কারি, কলেজ ফান্ডের অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করা, কলেজ বাদ দিয়ে দলীয় কর্মকান্ডে সময় প্রদানসহ বিস্তর অভিযাগ এনে অধ্যক্ষ হরিপদ দাসের পদত্যাগের দাবীতে গত ১ সেপ্টম্বর রবিবার কলেজ প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানরে মানববন্ধন করে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com