মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

পিরোজপুরে নার্সদের একদফা দাবীতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ নার্সদের একদফার দাবীতে পিরোজপুরে মানববন্ধন করেছেন পিরোজপুরে কর্মরত নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় পিরোজপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর নার্স ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হাসপাতালে কর্মরত নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।সমাবেশে বক্তারা বলেন, ডিপ্লোমা স্টুডেন্টদের প্রাণের দাবি ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি” ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি” কোর্স-কে ডিগ্রি সমমান করার জন্য জোর দাবি জানিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, নার্সিং কর্মকর্তাদের প্রতিনিধি মোসাম্মৎ মনোয়ারা পারভিন এবং ছাত্র প্রতিনিধি মিজানুর রহমান বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com