বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী আর নেই সংস্কারে সরকারকে সহযোগিতা করা হবে যেন ১৮ মাসের মধ্যে নির্বাচন হতে পারে: সেনাপ্রধান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক টাকা ছাপালে সাময়িক স্বস্তি মিলবে, সমস্যার সমাধান হবে না: গভর্নর নতুন নারী প্রধানমন্ত্রী পেল শ্রীলঙ্কা চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত মানিকগঞ্জে প্রতিবন্ধিতা বিষয়ক সভা নকলার নবাগত ওসিকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র বিরুদ্ধে নানা ধরনের অপ্রপ্রচারের অভিযোগ শ্রীমঙ্গলে মিটার টেম্পারিং করে গ্যাস চুরির দায়ে মেরিগোল্ড সিএনজি পাম্প থেকে সংযোগ বিচ্ছিন্ন

উত্তাল সাগরে টিকতে না পেরে উপকূলে ছুটছে ফিশিং বোটবহর শতাধিক বোট সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয় নিয়েছে

শেখ মোহাম্মদ আলী শরণখোলা আঞ্চলিক অফিস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর উপকূলের দিকে ছুটছে। শতাধিক ফিশিংবোট সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয় নিয়েছে। সুন্দরবনের দুবলার ভেদাখালী খাল থেকে বাগেরহাটের বগা এলাকার ফিশিংবোট মাঝি মামুন হোসেন মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরের আবহাওয়া খুবই খারাপ হয়ে পড়েছে। সাগর উত্তাল হওয়ায় প্রচন্ড ডেউ ও ঝড়ো বাতাস বইছে। প্রবল ঢেউয়ে সাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর মাছধরা বন্ধ রেখে উপকূলের দিকে ছুটছে। শতাধিক ফিশিংবোট মঙ্গলবার সকালে দুবলারচরের কাছে সুন্দরবনের ভেদাখালী, মেহেরআলী ও আলোরকোল এলাকার খালে নিরাপদ আশ্রয় নিয়েছে। শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন বলেন, গত দুইদিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সাগরে জাল ফেলতে না পেরে তাদের মাছ ধরার ট্রলারগুলো উপকূলের দিকে রওয়ানা দিয়েছে। আবহাওয়া খারাপ দেখে কিছু ফিশিংবোট রায়েন্দা মৎস্যঘাটে নোঙরে রয়েছে। তিনি আরো বলেন, এ বছর জেলে মৎস্যজীবী ও ট্রলার মালিকদের অবস্থা শোচনীয়। দীর্ঘ ৬৫ দিনের অবরোধের পরে গত দুই মাসের মধ্যে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে এক মাস মাছ ধরতে পারেননি। এ অবস্থ্য়া বোট মালিকদের অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে। জেলেরা ধার দেনা করে সংসার নির্বাহ করছেন বলে আবুল হোসেন জানান। বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বর্তমানে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এ বছর ইলিশ আহরণ মৌসুমে জেলেরা সাগরে গিয়ে বারবার বৈরী আবহাওয়ার কবলে পড়েছে। ৬৫ দিন অবরোধের সময় সাগরের আবহাওয়া ভালো থাকে সে সময় ভারতীয় জেলেরা নির্বিঘেœ মাছ ধরে নিয়ে যায়। আমাদের দেশীয় জেলে ও ট্রলার মালিকদের বাঁচাতে আগামীতে ভারতের সাথে মিল রেখে একই সময়ে সাগরে ৬৫ দিন অবরোধ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান গোলাম মোস্তফা চৌধুরী। পূর্ব সুন্দরবন বিভাগের জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, সাগরে বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পেরে অনেক ফিশিংবোট সুন্দরবনের ভেদাখালি খাল সহ বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com