মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

পটুয়াখালীর আজিজ আহম্মেদ কলেজের কমিটি গঠন

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আজিজ আহম্মেদ কলেজের এডহক কমিটির সভাপতি হয়েছেন নাসরীন জাহান ও বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন মো. আশিকুর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ( ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক ২৪.০৯.২০২৪ ইং তারিখ স্বাক্ষরিত পত্রে (স্মারক নং-ওঘঝঙ২৬/০০২৪০/২০২৪/১৫৩১/৩০৯৯) বলা হয়েছে আজিজ আহম্মেদ কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি খলিলুর রহমান এর মনোনয়ন পরিবর্তন পূর্বক তদস্থলে সভাপতি হিসেবে নাসরীন জাহান এবং বিদ্যোৎসাহী সদস্য মো. তারিকুল ইসলাম এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মো. আশিকুর রহমানকে মনোনয়ন দেয়া হলো। এ এডহক কমিটির মেয়াদ ১৬.০৩.২০২৫ ইং তারিখ পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ এর ৭ নং-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস- চ্যান্সেলর এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষন করেন বলে পত্রে উল্লেখ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেরিত নতুন এডহক কমিটির পত্র পেয়েছেন কি-না জানতে চাইলে, কলেজের অধ্যক্ষ মো. আহসানুল হক বলেন মেইল চেক করি নাই বলে ফোন কেটে দেন। উল্লেখ্য, ৮ দিন আগে ১৭.০৯.২০২৪ ইং তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার তার স্বাক্ষরিত পত্রে (স্মারক নং-ওঘঝঙ২-৬/০০২৪০/২০২৪/১৫৩১/২৯৬২) আব্দুল আজিজ আহম্মেদ কলেজের এডহক কমিটির সভাপতি খলিলুর রহমান এবং বিদ্যোৎসাহী সদস্য মো. তারিকুল ইসলামকে মনোনয়ন দিয়ে কলেজের অধ্যক্ষ, সংশ্লিস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের কাছে অনুলিপি পত্র দিয়েছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com