মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

ফেইসবুক স্ট্যাটাস দেখে রোগীর ক্লিনিকের বিল পরিশোধ করলেন ডা. জয়নাল মুহুরী

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মানবিকতার উজ্জ্বল উদাহরণ

ফটিকছড়ির রিক্সা চালক হতদরিদ্র পিতার এক নবজাতক সন্তান নাজিরহাটস্থ কেয়ার পয়েন্ট হসপিটালে ভর্তি ।এন আই সি ইউতে ভর্তি থাকার ফলে প্রতিদিন যে পরিমাণ ক্লিনিকের বিল আসছে, তা দরিদ্র পিতার পক্ষে পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। তাই তিনি ফটিকছড়িতে কর্মরত দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি এস এম আক্কাছের দ্বারস্থ হন। অশ্রুসিক্ত দরিদ্র পিতার হসপিটালের বিল পরিশোধের অপারগতার কথা শুনে এসএম আক্কাছ নামের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন সাংবাদিক আক্কাছ। মুহুর্তে পোস্টটা সর্বত্রে ছড়িয়ে পড়ে ভাইয়াল হয়। এ পোস্টটি নজরে আসে বেসরকারি ক্লিনিক কেয়ার পয়েন্ট হসপিটালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন মুহুরীর। তিনি নবজাতকের বিল ববাদ ৩২ হাজার টাকা নিজের ব্যক্তিগত পক্ষ থেকে পরিশোধ করেন এবং আগামী দুই দিন নবজাতকের চিকিৎসার দায়িত্ব নেন। ফটিকছড়ির মানবিক ডাক্তার খ্যাত জয়নাল আবেদীন মুহুরীর এমন মহত্ত্বের গল্প ঘুরে এখন বেড়াচ্ছে ফেসবুকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com