গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালের বিপক্ষে চোটে পড়েছিলেন ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি। ঘটনার পরপরই সিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, স্প্যানিশ এই তারকার চোট অত্যন্ত গুরুতর। আজ শুক্রবার আরো বড় দুঃসংবাদ দিলেন গার্দিওলা। সিটি কোচ জানান, পুরো মৌসুমই শেষ হয়ে গেছে রদ্রির। শুক্রবার সংবাদ সম্মেলনে গার্দিওলা নিশ্চিত করেন, রদ্রির অস্ত্রোপচার হয়েছে এবং মৌসুমের বাকি সময় তাকে সাইডলাইনে থাকতে হবে।
গার্দিওলা বলেন, ‘আজ সকালে তার (রদ্রি) অস্ত্রোপচার হয়েছে। আমি মনে করি, সেগুলো হাঁটুর যোজক লিগামেন্ট এবং মেনিস্কাসের। পরের মৌসুমে সে আমাদের সঙ্গে থাকবে। এই মৌসুম শেষ। দুর্ভাগ্যবশত, আমরা সবচেয়ে খারাপ খবর পেয়েছি। কিন্তু এটাই সত্যি। আমরা তাকে সমর্থন দেওয়ার জন্য এখানে আছি। যাতে সে ধাপে ধাপে উন্নতির দিকে যেতে পারে।’
আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করার ম্যাচে হাঁটুতে চোট পান রদ্রি। পরদিন সোমবার পরীক্ষা-নিরীক্ষার জন্য বার্সেলোনায় যান স্প্যানিশ মিডফিল্ডার।