শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

ভারপ্রাপ্ত চেয়ারম্যাান তারেক রহমানের বার্তা, সকল নেতা কর্মীদের মানুষের কাছে যেতে হবে তাদের পাশে সব সময় থাকতে হবে: কেন্দ্রীয় যুবদল সভাপতি-মোনায়েম মুন্না

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, এই বরিশালের বরিশাল,গৌরনদী ও আগৈলঝাড়ার সন্ত্রাসীদের গডফাদারের আবুল হাসনাত আব্দুল্লাহর পালিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপতার করে আইনের আওতায় আনার পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনের সময় যেসকল পুলিশ বাহিনী অন্যায়ভাবে গুলি চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের মুখামুখি করতে হবে। এসময় তিনি আরো বলেন এই বরিশালের এমপিকে জাহিদ ফারুককে মামলায় রিমান্ডে নেওয়া হয়নি আমরা এই ধরনের আইনের বৈষম্য চাই না। এসময় যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতা কর্মীদের বলেন আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তাদের আনন্দ উৎসবে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে কেহ যেন না পারে সেদিকে সকল নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি আরো বলেন আমরা কোন প্রকার অপ রাজনীতি করতে চাই না সে পথেও যেতে চাই না। তাই আমাদের সাবধানে পা ফেলতে হবে। আমাদের বার্তা একটা ঘড়ে বসে রাজনীতি করা যাবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যাান তারেক রহমানের বার্তা সকল নেতা কর্মীদের মানুষের কাছে যেতে হবে তাদের পাশে সব সময় থাকতে হবে। বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় আমরা সঠিকভাবে সাংগঠনিক কার্যক্রম করতে পারি নাই বিভিন্ন বাধবিপত্তির জন্য এখন আমাদের সময় এসেছে দলের জন্য কাজ করার। তিনি আরো বলেন আওয়ামী ফ্যাসিষ্ট দলের কোন ব্যাক্তি আমাদের দলে অনুপ্রবেশ করতে যেন না পারে সেদিকে যুবদলকে সজাগ থাকার জন্য আহবান করেন। সোমবার (৩০) সেপ্টেম্বর বিকালে নগরীর বান্দরোডস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামী রাষ্ট্রনায়ক ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিক নির্দেশনা মূলক যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত একথা বলেন। বরিশাল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে ও বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মসিউর রহমান মঞ্জর সভাপতিত্বে মহানগর ভারপ্রাপ্ত যুবদল সভাপতি এ্যাড, মাযহারুল ইসলাম জাহান, মহানগর স্বেচ্ছাসেবকদল মদস্য সচিব খান মোঃ আনোয়ার ও মহানগর ছাত্রদল সাধারন সম্পাদক হুমাউন কবীরের সঞ্চলনায় যৌথ সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তারিক, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, বরিশাল বিভাগীয় যুবদল সহ সভাপতি এ্যাড, এইচ এম তছলিম উদ্দিন, বরিশাল বিভাগীয় সহ সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ। এরপূর্বে দুপুরের পর থেকেই যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা কর্মীরা বিভিন্ন নেতা কর্মীরা প্লেকার্ড, ফেস্টুর ও ব্যানার নিয়ে যৌথসভা কেন্দ্র শিল্পকলা একাডেমিতে হাজির হয়। বরিশালে এই প্রথম কয়েক হাজার নেতা কর্মীদের উপস্থিতিতে শান্তি শৃঙ্খলা পরিবেশে সভা অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com