বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধজালসহ আটক-২ শ্রীমঙ্গলে লাগামহীন সবজির বাজারে সাধারণ মানুষ দিশেহারা আগৈলঝাড়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিয় সভা সীমান্তবর্তী পূজামন্ডপে কঠোর নিরাপত্তায় বিজিবি কেরাণীগঞ্জের তেঘরিয়ায় নতুন করে টিবিসির পণ্য বিক্রির কার্যক্রম শুরু জননী প্রকল্পের মাধ্যমে পীরগাছা উপজেলায় বাল্য বিয়ের পরিণতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা মৌলভীবাজারে শিক্ষকের মুক্তি দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা ষষ্ঠীপুজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয়া দুর্গাপূজা বজ্রপাত ঠেকাতে হিলিতে স্কাউট দলের তালবীজ রোপণ দেবী বোধনের মধ্য দিয়ে শুরু দূর্গা পূজার আনুষ্ঠানিকতা ৯৯ মন্দিরে হিন্দুধর্মলম্বীদের পূজা শুরু

নারী আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন ওয়াদিফার

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ অর্জন করেছেন নারী আন্তর্জাতিক মাস্টারের প্রথম নর্ম। হাঙ্গোরির বুদাপেস্টে সিক্স ডে টুর্নামেন্টে ওয়াদিফা ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছেন, পাশাপাশি তিনি অর্জন করেছেনই নর্ম।
এ প্রতিযোগিতা থেকে তিনি রেটিং ১৩০ বৃদ্ধি করেছেন। তার বর্তমান রেটিং ১৯৮৮। গ্র্যান্ডমাস্টার্স দাবা বি-তে ফিদেমাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে অষ্টম হয়েছেন। গ্র্যান্ডমাস্টার্স দাবা সি-তে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন।
গ্র্যান্ডমাস্টারর্স দাবা এ-তে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেন। নারী ফিদেমাস্টার অনুর্ধ্ব-২২ ইভেন্টে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ৯ খেলায় ৫ পয়েন্ট অর্জন করে ষষ্ঠ হয়েছেন। গতকাল রোববার অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ইউক্রেনের ফিদে মাস্টার বাসিরভ কেমালকে, ফিদে মাস্টার মনন রেজা নীড় আয়ারল্যান্ডের নেমিথ জালানকে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ডেনমার্কের রামসডাল রেসসিকে পরাজিত করেন।
ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তীর সাথে ড্র করেন। আন্তর্জাতিকমাস্টার ফাহাদ রহমান অসুস্থতার জন্য শেষ রাউন্ডে অংশ নেননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com