মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
জাতিসংঘে ড. মুহাম্মদ ইউনূসের অনন্য ভাষণ গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন এবং চ্যালেঞ্জ বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্র্বতী সরকার : নাহিদ ইসলাম শাপলায় ৪০০ পরিবারের জীবিকা আওয়ামী লীগের ‘আলোচিত’ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী গ্রেপ্তার এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী শ্রমিকরা গত ১৫ বছরে ন্যায্য পারিশ্রমিক পাননি: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র ভেসে যাবে : সালাহউদ্দিন আহমেদ মিরাজকেই সাকিবের বিকল্প ভাবছেন নির্বাচকরা এই আনন্দে হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না: মিঠুন পানি কমেছে তিস্তায়, বেড়েছে ভাঙন আতঙ্ক

নারী আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন ওয়াদিফার

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ অর্জন করেছেন নারী আন্তর্জাতিক মাস্টারের প্রথম নর্ম। হাঙ্গোরির বুদাপেস্টে সিক্স ডে টুর্নামেন্টে ওয়াদিফা ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছেন, পাশাপাশি তিনি অর্জন করেছেনই নর্ম।
এ প্রতিযোগিতা থেকে তিনি রেটিং ১৩০ বৃদ্ধি করেছেন। তার বর্তমান রেটিং ১৯৮৮। গ্র্যান্ডমাস্টার্স দাবা বি-তে ফিদেমাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে অষ্টম হয়েছেন। গ্র্যান্ডমাস্টার্স দাবা সি-তে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন।
গ্র্যান্ডমাস্টারর্স দাবা এ-তে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেন। নারী ফিদেমাস্টার অনুর্ধ্ব-২২ ইভেন্টে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ৯ খেলায় ৫ পয়েন্ট অর্জন করে ষষ্ঠ হয়েছেন। গতকাল রোববার অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ইউক্রেনের ফিদে মাস্টার বাসিরভ কেমালকে, ফিদে মাস্টার মনন রেজা নীড় আয়ারল্যান্ডের নেমিথ জালানকে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ডেনমার্কের রামসডাল রেসসিকে পরাজিত করেন।
ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তীর সাথে ড্র করেন। আন্তর্জাতিকমাস্টার ফাহাদ রহমান অসুস্থতার জন্য শেষ রাউন্ডে অংশ নেননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com