শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপি’র দোয়া ও আলোচনা সভা

ইমাম হোসেন মাসুদ পিরোজপুর
  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর সুটিয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুল ইসলাম নিপু এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সদস্য ও নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ফকরুল আলম। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবদুল্লাহ্ আল বেরুনী সৈকত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক বলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন আহম্মেদ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন নান্টু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ এমাম আকন ও মোঃ রাজীব রায়হান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তাদের নেতা কর্মীরা বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে হামলা মামলা করে নির্যাতন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর এইসব নির্যাতনকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে আইন হাতে তুলে না নিয়ে তাদেরকে কোথাও পেলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com