মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন নিকটস্থ খাদে মিলল বস্তাবন্দি লাশ

মনির আহমদ কক্সবাজার
  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় সেন্ট্রাল স্কুলের অধ্যক্ষ আরিফুল ইসলাম নিখোঁজের ১৪ দিন পর বাড়ীর পাশের খাদ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে র‌্যাব। হত্যা ও লাশ গুমের ঘটনার অন্যতম মূল হোতা ও পরিকল্পনাকারী মো. রুবেল খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার ভোররাত ১০ অক্টোবর রাত ৩ টা ৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব সূত্র। গত ২৮ সেপ্টেম্বর কক্সবাজারের পেকুয়া হতে অপহরণের শিকার হন পেকুয়া সেন্ট্রাল স্কুলের অধ্যক্ষ আরিফুল ইসলাম। পরবর্তীতে অপহৃতের মোবাইল থেকে কল করে স্বজনদের নিকট ৩৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার পরপরই এ বিষয়ে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ও অপহৃতের স্বজনদের নিকট কল করে মুক্তিপণ দাবীকারী হিসেবে রুবেলকে শনাক্ত ও তার বিস্তারিত পরিচয় ও অবস্থানস্থল উদঘাটনে সমর্থ হয় সংস্থাটি। পরবর্তীতে গতকাল মধ্যরাতে র‌্যাব ১৫, র‌্যাব ১১ ও র‌্যাব ৭ এর যৌথ আভিযানিক দল র‌্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় রুবেলকে গ্রেপ্তারের মিশনে নামে। রাত সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করে তারা। গ্রেপ্তারকৃত রুবেল চাঁদপুর সদর উপজেলার চরপুরচ-ী গ্রামের বাসিন্দা হাবিবুল্লাহ খানের জ্যেষ্ঠ পুত্র। অভিযানের অন্যতম নেতৃত্বের ভূমিকায় ছিলেন র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম। তিনি জানান, অপহরণ ও হত্যাকা-ের প্রাথমিক পরিকল্পনাকারীদের মধ্যে গ্রেপ্তারকৃত রুবেল অন্যতম। এই রুবেলই সরাসরি অপহৃতের স্বজনদের নিকট অপহৃতের মোবাইল থেকে দফায়দফায় কল দিয়ে ৩৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ছাড়া অপহরণের আগে অধ্যক্ষ আরিফুলের গতিবিধির উপর দীর্ঘদিন যাবত নজরদারিও করেন রুবেল। র?্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম আরো বলেন, গ্রেপ্তারের পর রুবেল এই হত্যাকা- ও মুক্তিপণ আদায়ের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা অকপটে স্বীকার করেছে। ঘটনায় জড়িত অন্যান্য অপরাধীকেও শিগগিরই আইনের আওতায় আনা হবে মর্মেও জানান তিনি। এছাড়া হত্যাকা-ের বিষয়ে গ্রেপ্তারকৃত রুবেল আর কী কী তথ্য দিয়েছেন-জানতে চাইলে তদন্তের স্বার্থে এ প্রসঙ্গে এখনই আর কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন এ র‌্যাব কর্মকর্তা। এদিকে অপহরণের ১৩ দিনের মাথায় আজ (১১ অক্টোবর) পার্শ্ববর্তী পুকুর থেকে অধ্যক্ষ আরিফুলের বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেলকে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের নিমিত্তে কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে র?্যাব। ঘাতক রুবেল বাংলালিংক এর মার্কেট ডেভেলপমেন্ট অফিসার (এমডিও) হিসেবে পেকুয়ায় কর্মরত ছিলেন এবং নিহত অধ্যক্ষ আরিফ বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। ইতিমধ্যে রুবেল হত্যাকা-ের সঙ্গে জড়িত কয়েকজনের নাম প্রকাশ করেছে। তাঁর কাছ থেকে আরিফ এর ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com