হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি-এই প্রতিপাদ্যকে নিয়ে শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে মানিকগঞ্জে উৎযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী, সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা শুক্লা সরকার, প্রতিবন্ধী সংগঠন-এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী, দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই অংশ। তারা কারও বোঝা নয়। সমাজের মূল অংশের সাথে তাদের অন্তর্ভুক্ত ছাড়া দেশের সার্বিক কল্যাণ সম্ভব নয়। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলি একযোগে কাজ করছে। তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য প্রতিটি দফতর কিংবা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রয়োজনীয় র্যাম্প সুবিধা থাকতে হবে। পুরনো সরকারি-বেসরকারি স্থাপনায় র্যাম্প না থাকলেও নতুন করে যেসব স্থাপনা তৈরি হচ্ছে সেগুলোতে র্যাম্প সংযোজন করা হচ্ছে।