“ছাত্র শিক্ষক কৃষক ভাই ইদুঁর দশনে সহযোগীতা চাই” এই প্রতিবাদের আলোকে উপজেলা কৃষি বিভাগ এর ব্যবস্থাপনায় বিভিন্ন কৃষক কৃষানী ছাত্র শিক্ষক কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী ও গনমাধ্যম কর্মিদের সমন্বয়ে বুধবার বেলা ১১ টায় কৃষি অফিস চত্বর থেকে একটি রেলি মিছিল বের হয়ে উপজেলা কমপ্লেক্সে শেষ হয়। পরে কৃষি অফিসের হল রুমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইদুঁর নিধন অভিযানের শুবউদ্ধোধন ও বতক্তব্য রাখেন উপজেলা নব গত উপজেলা নির্বাহী অফিসার সুদক্ষ কৃষি অনুরাগী মোঃ মিজানুর রহমান বিশেশ অতিথি হিসেবে বক্তাব্য রাখেন কৃষি যন্ত্রসারন অফিসার মোঃ আকরামুজামআন ও প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। উদ্ধোধনী সভায় প্রধান অতিথি বলে ইদুঁর জাতীর জীবনে ঘরে আইরে ক্ষেতে খামারে মারাত্মক একটি বালাই যা আমাদের কৃষি থেকে বাড়ী ঘরে গুরুত্ব পূর্ন মালামাল কাগজপত্র সহ নানা ক্ষতি সাধন করে তাই সকলকে ইদুঁর নিধনে সকল কে এই সগযোগীতা কামনা করেন, পরে কৃষকদের মাঝে ইদুঁর নিধনের ফাদ কল প্রদান করা হয়।