শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

‘মালয়েশিয়ায় রিয়েল হিরোস ২০২৪ এ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন শাকিব খান’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় মেগাস্টার শাকিব খান। ঢালিউড কিং খ্যাত শাকিব খান মূলত বহুগুণে গুণান্বিত একজন ব্যক্তি যিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। বিখ্যাত এই অভিনেতার শোবিজে অভিষেক হয়েছিল প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘অনন্ত ভালোবাসা’ সিমেনার মাধ্যমে। সেই থেকে এখন অব্দি ঢাকাই সিনেমায় রীতিমতো ইতিহাস সৃষ্টি করে ফেলেছেন তিনি। এখনও শাকিবের গ্লামারের ধারে কাছেও কোন অভিনেতার অবস্থান নেই। বাংলাদেশ ছাড়াও কলকাতার বেশ কিছু সিনেমায় কাজ করেও ব্যাপক প্রসংশা কুড়িয়েছেন শাকিব।
বিদেশে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আগামী ৮ই ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড-২০২৪ এর তৃতীয় আসর।সূত্রমতে জানা যায়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে এই আসরটি। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
মূলত রিয়েল হিরো অ্যাওয়ার্ডের প্রথম এবং দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয় দুবাইয়ে। তবে তৃতীয় এই আসরটি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা যায়, এ অনুষ্ঠানে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে অনুপ্রাণিত করা হবে প্রবাসীদের এবং একই সাথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। এ ছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতিকে গতিশীল রেখেছেন, তাদেরকেও দেওয়া হবে বিশেষ সম্মাননা।
এ প্রসঙ্গে সাংবাদিকদের শাকিব খান বলেন, ‘বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে যারা দেশ গড়ছেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছেন, তাদের সম্মানিত করতে ৮ ডিসেম্বর আমি আসছি ইনসিয়া রেমিট্যান্স ফেয়ার ও রিয়েল হিরো অ্যাওয়ার্ড সিজন থ্রিতে।’
এ বিষয়ে আয়োজনকারী কর্তৃপক্ষ বলেছেন, ‘মালয়েশিয়ার রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে এই প্রথম এত বড় আয়োজন, রেমিট্যান্স ফেয়ার এবং রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। যারা রেমিট্যান্স পাঠিয়ে প্রমাণসহ রেজিস্ট্রেশন করবেন, তারাই ওই অনুষ্ঠানে ফ্রি এন্ট্রি পাবেন।
উল্লেখ্য, জমকালো এই আয়োজনে শাকিব খান ছাড়াও উপস্থিত থাকবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, সংগীতশিল্পী পুলক, কাজল আরিফ ও দোলা। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com