বার্বাডোজে জয়ের ধারা ধরে রেখেছে ইংল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে থ্রি লায়ন্সরা। এবার ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০-এ এগিয়ে গেল সফরকারীরা। গতকাল রোববার কেনসিংটন ওভালে টসে হেরে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। তবে ৮ উইকেটে ১৫৮ রানের বেশি করতে পারেনি স্বাগতিকেরা। জবাবে ১৪.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই দাপুটে জয় তুলে নেয় ইংল্যান্ড।
এদিন শুরু থেকেই ইংলিশ বোলারদের তোপে পড়ে ক্যারিবীয়রা। মাত্র ৩৫ রানে হারায় ৩ উইকেট। ব্রেন্ডন কিং ১, এভিন লুইস ৮ ও রোস্টন চেজ করেন ১৩ রান। এরপর আর কোনো উইকেট না হারিয়ে আসে আরো ৩৫ রান। তবে নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েল জুটি বড় হবার আগেই ভেঙে দেন লিভিংস্টোন। পুরান ফেরেন ১৪ রানে। এরপর রাদারফোর্ড (১) ফিরলেও শেফার্ড করেন ১২ বলে ২২ রান। মাঝে ৪১ বলে ৪৩ করে আউট হন পাওয়েল। শেষ দিকে ম্যাথু ফোর্ডের ১৩* রানে ভর করে দেড় শ’ পর্যন্ত পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। সাকিব মাহমুদ, লিভিংস্টোন ও ডেন মাসলে নেন জোড়া উইকেট।
জবাব দিতে নেমে প্রথম বলেই ফিল সল্টকে (০) হারালেও ১২৯ রানের বিধ্বংসী জুটি গড়েন উইল জ্যাকস ও জশ বাটলার। ইংলিশ অধিনায়ক এদিন একটু বেশিই আগ্রাসী ছিলেন। ১২.৪ ফেরার আগে করেন ৪৫ বলে ৮৩ রান। এর আগে একই ওভারে শেফার্ডের শিকার হন উইল জ্যাকস। তিনি আউট হন ২৯ বলে ৩৮ রানে। শেষ দিকে ১১ বলে ২৩* রান নিয়ে জয় নিশ্চিত করেন লিভিংস্টোন।