মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
‘ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫’ পেল ইসলামী ব্যাংক নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের শ্রীমঙ্গল প্রশিক্ষণ কেন্দ্রের নানা অনিয়মের অভিযোগ আক্কাচ উদ্দিন মোল্লা শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ফকির আখতারুজ্জামান ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত খেলাপি বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচী দেশব্যাপী চলছে আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কারো জন্যই ভালো না: ভারতের সেনাপ্রধান বিলাসবহুল ৮টি গাড়ি, পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে জয়ের সম্পৃক্ততা পেয়েছে এফবিআই মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য একাধিক প্রবেশাধিকার ভিসা চায় বাংলাদেশ টিউলিপের পর এবার যুক্তরাজ্যে আলোচনায় সালমানপুত্র শায়ান শেখ হাসিনার যোগসাজশে ভারত ১৬০ জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে: রিজভী

ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া শেষ ধাপ ফিরে পাবে : মঈন খান

ইকবাল হোসেন:
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

স্বৈরাচারীরা আবার যেন মাথাচাড়া না দিতে পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার শেষ ধাপ ফিরে পাবে। গতকাল সোমবার জাতীয় চক্ষু বিজ্ঞান ও ইনস্টিটিউট ও হাসপাতালে ড্যাবের উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতাকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত রোগীদের বেডে বেডে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মঈন খান বলেন, বিগত স্বৈরাচারী সরকার বন্দুকের পদাবনতিতে কিভাবে ১৮ কোটি মানুষকে বন্দি করে রেখেছিল। কোনো অত্যাচারী কখনোই অন্যায়ভাবে টিকে থাকে পারে না। সেটাই প্রমাণিত হয়েছে জুলাই ও আগস্টে। তিনি বলেন, আওয়ামী লীগ যেন আর মুখোশ পরে এই সরকারকে জিম্মি করতে না পারে, গণতন্ত্র রক্ষায় সেদিকে সতর্ক থাকতে হবে। দ্রুত নির্বাচিত নেতৃত্বের হাতে দেশ পরিচালনার ভার দিতে হবে। বিএনপির শীর্ষ নেতা বলেন, ছাত্র-জনতা আত্মত্যাগের যে দৃষ্টান্ত রেখেছেন তা ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, একটি ভালো নির্বাচন করতে বেশি সময় লাগে না। আন্দোলনের শেষ ধাপ হবে জনগণের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা করা। সংগ্রাম এখনো অব্যাহত আছে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে বিএনপি।
মঈন খান বলেন, তারা হাজার হাজার মানুষকে হত্যা করেনি, পঙ্গুও করে দিয়েছে। আবার যেন স্বৈরাচারীরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা চিকিৎসা সেবাকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবেন, যেন চিকিৎসার জন্য দেশ থেকে উন্নত দেশে চিকিৎসা নিতে না যায় মানুষ। শুধু সেবা দেয়া নয়, পাশাপাশি মানুষের মনের আস্থা অর্জন করতে হবে আপনাদের। এ সময় অন্যানের মধ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ড্যাব সভাপতি হারুনুর রশীদ, মহাসচিব মো: আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com