মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় পাউবোর প্রকল্পে শত কোটি টাকা লোপাট তাড়াশে ব্রিজের রড বিক্রির অভিযোগ এলজিইডির বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর পরে নড়াইলের কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ফটিকছড়িতে বহিষ্কৃত হাবিবুল্লাহ আজাদী কর্তৃক মাদ্রাসা দখলের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কালীগঞ্জে লিফলেট বিতরণ শেরপুরের আলোকচিত্রী ও সাংবাদিক মনি পেলেন বর্ষসেরা ফটোগ্রাফারের পুরস্কার কয়রায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগীর খাদ্য বিতরণ লালমোহনে জাটকা বিক্রির দায়ে দুইজনকে অর্থদন্ড সোনাগাজী সদর ইউনিয়নের হোছাইনিয়া মাদ্রাসা মাঠে কৃষক সমাবেশ কমলগঞ্জে পৌষ সংক্রান্তি উপলক্ষে জমে উঠেছে মাছের মেলা

শেখ হাসিনার যোগসাজশে ভারত ১৬০ জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে: রিজভী

সাইফুর রহমান:
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, বাংলাদেশ সীমান্তের ১৬০টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে। দেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘যোগসাজশে’ ভারত এমন কর্মকা- চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন রিজভী। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিল আয়োজিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
এ সময় রিজভী বলেন, ‘‘দুইটি স্বাধীন দেশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায়, সেটা না করে ভারত জোর করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে। শেখ হাসিনার যোগসাজশে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে ভারত ১৬০ জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে।”
তিনি বলেন, ‘‘আমাদের ৪ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার কিলোমিটারের বেশি জায়গাজুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। ৮৫৬ বা ৮৫৭ কিলোমিটার বাকি আছে। আন্তর্জাতিক নিয়ম, বিধি-বিধান এবং দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি, এমনকি যে আলাপ-আলোচনা হয়েছে, সেটাও মানছে না তারা। শূন্যরেখা থেকে ১৫০ গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না। হতে গেলেও দুই দেশের মধ্যে যে আলাপ-আলোচনা করতে হবে, সেটা না মেনে লালমনিরহাটসহ বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারত।” রিজভী বলেন, ‘‘এর বিরুদ্ধে যে জনগণ দাঁড়াতে পারে, বাংলাদেশের সীমান্ত রক্ষীর প্রতিরোধের সাথে প্রতিরোধ গড়ে তুলতে পারে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা দেখাতে দেয়নি। ফ্যাসিজম দিয়ে, নির্দয়তা দিয়ে, নির্মমতা দিয়ে তিনি (শেখ হাসিনা) ভারতের সেবাদাসী হয়ে কাজ করেছেন।”
‘‘তিনি একটা কথা বলতেন, নিজের দলের লোকদেরও বলেছেন যে, আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। আরে, আপনাকে তো সবার আগে কেনা যায়। ভারত আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গৌরবকে আপনি পদদলিত করে ভারতকে অসম কাজ করার সুযোগ-সুবিধা দিয়েছেন’’— বলেন রুহুল কবির রিজভী।
জাতীয়তাবাদী রিকশা ভ্যান-অটো রিকশা চালক শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান সমুন, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com