সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কালীগঞ্জে সবজির ফেরিওয়ালা সাফিয়া সামান্য আয়ে কষ্টে দিনাতিপাত ভালুকা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সরিষাবাড়ীতে সিজারকালে মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ রংপুরের বদরগঞ্জে দাদন ব্যবসা বন্ধের দাবী এলাকাবাসীর কালীগঞ্জে বোরো সমলয় চাষে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আঙ্গুল ভাঙ্গলো নিষিদ্ধ ছাত্রলীগ সুনামগঞ্জে বাউল কামাল পাশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দাবী স্বৈরাচারের পুনরুত্থান যেন বাংলার মাটিতে আর না ঘটে-ফয়সল আহমদ চৌধুরী তিতাসে বিএনপির কর্মী সমাবেশে জনতার ঢল নাজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার প্রতিবাদে-সংবাদ সম্মেলন

বঙ্গভবন থেকে মুজিবের ছবি সরালেন মাহফুজ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। এরপর দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্র্বতী সরকার। কিন্তু সরকার পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে সরানো হয়নি শেখ মুজিবুর রহমানের ছবি। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে অনেক দিন আগে থেকেই।
এবার শেখ মুজিবুর রহমানের সেই ছবি সরিয়ে ফেলেছেন অন্তর্র্বতীকালীন সরকারের সদ্য নিয়োগ পাওয়া উপদেষ্টা মাহফুজ আলম। গত রোববার তিনিসহ তিনজন নতুন উপদেষ্টা শপথ নিয়েছেন। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথগ্রহণের পর দিনই শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে সরিয়ে ফেলেছেন তিনি। কেন এই ছবি সরিয়েছেন, তার ব্যাখ্যাও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তুলে ধরেছেন।
মাহফুজ তার পোস্টে লিখেছেন, ‘দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান-পোস্ট ‘৭১’ ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। যার জন্য ক্ষমা-প্রার্থী। কিন্তু, মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।’
এই উপদেষ্টা বলেন, ‘শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সাথে যা করেছেন তা আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। অগণতান্ত্রিক ‘৭২’-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচার-বহির্ভূত হত্যা (৭২-৭৫, ২০০৯-২০২৪)। তাহলে, আমরা ‘৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের সংলাপ হবে না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com