শেরপুরে জাকের পার্টির জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া দরবার শরীফে এ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। এসময় তিনি বলেন, দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। যথেষ্ঠ বিদেশী বিনিয়োগ হচ্ছে না। দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। সব মিলিয়ে বেসরকারী খাতে চাকুরীর সুযোগ কমেছে। নতুন বিনিয়োগ না হলে শিক্ষিত তরুণ যুবদের জন্য চাকুরির বাজার সৃষ্টি হবে না। বাংলাদেশে প্রতিবছর শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। ২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ। যেখানে প্রতি ৩ জন বেকারের মধ্যে এক জন উচ্চ শিক্ষিত তরুণ। তাই এবিষয়ে দায়ীত্বশীল মহলকে এগিয়ে আসতে হবে। যেন শিক্ষিত তরুনরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকুরী পায়। জাকের পার্টির শেরপুর সাংগঠনিক বিভাগের সহ-সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহীউদ্দীন ফকির, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, শেরপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ। এসময় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।