শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::

জলঢাকায় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন ও পুরস্কার বিতরণ

রিয়াদ ইসলাম জলঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

‘ছাত্র শিক্ষক কৃষক ভাই,ইঁদুর নিধনে সহযোগিতা চাই- শ্লোগানে নীলফামারীর জলঢাকায় মাস ব্যাপি ‘ইঁদুর নিধন অভিযান-২০২৪ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ খোরশেদ আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস এম গোলাম মোস্তফা ও উপজেলা দারিদ্র্য বিমোচন কমর্র্কতা সহ ছাত্র শিক্ষক এবং কৃষক প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা বলেন, ইঁদুর কৃষকদের প্রধান শত্রু। কেননা কৃষকের স্বপ্ন ধান খাদ্যশস্য কেটে ধ্বংস করে। তাই ইঁদুর নিধন করা জরুরি। কিন্তু ইঁদুর নিধনে অতি সতর্কতা অবলম্বন করতে হবে। ইঁদুর নিধন করতে গিয়ে যেন উপকারী পোকা মারা না যায়। এ দিকটা সবসময় সবাইকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া ইঁদুর নিধনে বিভিন্ন রকম কলা কৌশল সম্পর্কে আলোকপাত করা হয়। অনুষ্ঠান শেষে গত বছর সর্বোচ্চ ইঁদুর মারার ফলে আব্দুল জলিল নামে এক কৃষকের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com