শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::

কুড়িগ্রামের উলিপুরে এইচপিভি টিকাদান উপলক্ষে সমন্বয় সভা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

‘‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’’ এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান ২য় পর্যায়ের কার্যক্রম উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার, সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা ও শিশু বিষয় কর্মকর্তা সখিনা আক্তার, উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আল হেলাল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, প্রাণি সম্পদের ডা. শাহরিয়ার, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি নুরবক্ত মিঞা, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন, প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি চন্দন কুমার সরকার, স্বদেশ প্রতিদিন ও সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান প্রমুখ। সভায় জানানো হয়, নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচ পি ভি টিকা সংযোজন করেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হওয়া বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিতব্য এইচপিভি টিকাদান ক্যাম্পেইন, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৪ অক্টোবর থেকে ১ম ধাপে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত ১৪ হাজার ১শ ৬৮জন শিক্ষার্থীকে এইচপিভি টিকা দেয়া হয়। ২য় পর্যায়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com