পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্র। জানা গেছে উক্ত কমিটির আহ্বায়ক মোঃ শোভন তালুকদার এবং সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম শপু। উক্ত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ মাইনুল ইসলাম মিন্টু, মোঃ সুমন খান, মোঃ আমিনুল ইসলাম স্বপন, সাফায়েত হোসেন খান, মোঃ সেলিম শেখ, মোঃ সাইফুল ইসলাম সাঈফি, নিতাই বড়াল, মোঃ ফেরদাউস শরীফ, মোঃ সাদেকুর রহমান শিমুল, মোঃ সাইফুল শেখ। এছাড়াও সদস্য হিসেবে মোঃ সরোয়ার হোসেন ও মোঃ মাহাবুবুর রহমনা খান সহ সর্বমোট ২৪ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি গঠিত হয়েছে। এ বিষয়ে আহ্বায়ক ও সদস্য সচিব এর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, দীর্ঘ ১৭ বছর পরে নাজিরপুর উপজেলায় শ্রমিকদলের নুতন আহ্বায়ক কমিটি প্রকাশ করায় কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এছাড়াও তারা আরো জানান, এই কমিটির মাধ্যমে নাজিরপুরে জাতীয়তাবাদী শ্রমিকদল সু-সংগঠিত এবং শক্তিশালী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে কাজ করবেন এবং আগামিতে দলীয় সকল কর্মসূচীতে শক্তিশালী ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকারবদ্ধ।