রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
পবিত্র ভূমি ফিলিস্তিন জ্বলছে: সমাধান কোন পথে উলিপুরে ভেঙ্গে পড়া ব্রিজ সংস্কার হয়নি যানচলাচল ও যাতায়াত দুর্ভোগ চরমে শিক্ষার্থীদের কৃষি কাজে সম্পৃক্ত করতে এপির অভিনব উদ্যোগ নাগরিক টিভির জেলা প্রতিনিধির ওপর হামলা আসামী গ্রেপ্তারের দাবীতে মঠবাড়িয়ায় মানববন্ধন দাউদকান্দিতে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ ও স্পট রেজিস্ট্রেশন উদ্বোধন কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে দশ জনের মনােনয়ন দাখিল রায়পুরায় চোলাই মদ ও গাঁজাসহ গ্রেপ্তার দুইজন কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শ্রীমঙ্গল প্রেসক্লাবে ঢেউটিন দিয়ে সহায়তা করেন কৃষিমন্ত্রী কন্যা উম্মে ফারজানা

আজ ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

আজ ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের প্রথম উপজেলা হিসেবে হানাদার মুক্ত হয় ভূরুঙ্গামারী। প্রতিবছর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও নেতৃবৃন্দের সহযোগীতায় ভূরুঙ্গামারী প্রেসক্লাব যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে আসছে। মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব-সেক্টরের মুক্তিযোদ্ধারা ভূরুঙ্গামারীর দক্ষিণ দিক খোলা রেখে পূর্ব, পশ্চিম ও উত্তর দিক থেকে একযোগে আক্রমণের সিন্ধান্ত গ্রহণ করেন। পরিকল্পনা মোতাবেক মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনী যৌথ ভাবে ১৩ নভেম্বর কামান, মর্টার প্রভৃতি ভারী অস্ত্র দিয়ে গোলা বর্ষণ শুরু করে। অপরদিকে ভারতীয় যুদ্ধ বিমান আকাশে চক্কর দিতে থাকে। অবশ্য এর একদিন আগে থেকেই মিত্রবাহিনীর বিমান শত্রুদের উপর গোলা বর্ষণ শুরু করেছিল। ভোর হবার আগেই পাক বাহিনীর গুলি বন্ধ হয়ে যায়। পাক সেনারা পিছু হটে পার্শ^বর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ নামক স্থানে অবস্থান নেয়। মুক্তি বাহিনী ১৪ নভেম্বর ভোরে জয় বাংলা শ্লোগান দিয়ে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় ও তৎকালীন সিও (বর্তমান উপজেলা পরিষদ) অফিসের সামনে চলে আসে। এ সময় বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ যুদ্ধে একজন পাক ক্যাপ্টেন (আতাউল্লা খান) সহ ৪০/৫০ জন পাকসেনা নিহত হয় এবং ৩০/৪০ জন পাকসেনা আটক হয়। সিও’র বাস ভবনের (বর্তমান উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন) দোতলায় তালা বদ্ধ অবস্থায় নির্যাতিত কয়েকজন নারীকে দিগম্বর অবস্থায় পাওয়া যায়। তাদের অনেকে সে সময় ৫/৬ মাসের অন্তঃসত্বা ছিলেন। অপরদিকে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি তালা বদ্ধ কক্ষ থেকে নির্যাতনের শিকার ১৬ জন নারীকে উদ্ধার করা হয়। দিবসটি পালন উপলক্ষে প্রতি বছর পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, পদক বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। চলতি বছর করোনার কারণে সংক্ষিপ্ত আকারে কর্মসুচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com