বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

মস্কোতে বিস্ফোরণে রুশ পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত

খবরপত্র আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

মস্কোতে এক বিস্ফোরণে নিহত হয়েছেন রুশ সেনাবাহিনীর নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল প্রতিরক্ষা বাহিনীর (এনবিসি) প্রধান জেনারেল ইগর কিরিলভ। রাশিয়ার তদন্তকারী কমিটির বরাতে এক প্রতিবেদনে বিবিসি জানায়, আজ মঙ্গলবার সকালে একটি আবাসিক এলাকায় স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণে মৃত্যু হয় তাঁর। এ সময় তাঁর সহকারীও নিহত হয়েছেন। ক্রেমলিন থেকে প্রায় সাত কিলোমিটার (৪ মাইল) দক্ষিণ-পূর্বে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে রাশিয়ার প্রধান তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং উদ্ধারকর্মীরা কাজ করছেন।
গত সোমবার কিয়েভ ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, কিরিলভ ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন বলে অভিযোগ এনেছিল ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)। এসবিইউর দাবি, ২০২২ সালের
ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে কিরিলভের নেতৃত্বে রাশিয়া প্রায় ৫ হাজার বারের মতো রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। ড্রোনের মাধ্যমে ইউক্রেনীয় সেনাদের ওপর রাসায়নিক গ্রেনেড নিক্ষেপ করছে রুশ বাহিনী। এসব গ্রেনেড চোখ ও শ্বাসতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। ইউক্রেনের কর্নেল আরতেম ভ্লাসিউক বলেন, যুদ্ধের সময় ২ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা রাসায়নিক বিষক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তিনজন মারা গেছেন।এসবিইউ জানায়, কিরিলভকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে। তদন্ত চলছে, যাতে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অধীনে তাঁকে দোষী সাব্যস্ত করা যায়। এ ছাড়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভূমিকা রাখার জন্য যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডাসহ অন্য দেশগুলো কিরিলভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। গত অক্টোবরে কিরিলভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য জানায়, তিনি ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়িত্বে আছেন এবং ‘ক্রেমলিনের মিথ্যাচারের মুখপাত্র’ হিসেবে কাজ করছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে জানা যায়, কোস্ট্রোমা হাইয়ার মিলিটারি কমান্ড স্কুল অব কেমিক্যাল ডিফেন্সে পড়াশোনা করেন কিরিলভ। রাশিয়ার সেনাবাহিনীতে রেডিয়েশন, রাসায়নিক এবং জৈব (বায়োলজিক্যাল) প্রতিরক্ষা বাহিনীর প্রধানের অধীন পরিচালক হিসেবে কাজ করেন। এরপর ২০১৭ সালের এপ্রিলে এই বাহিনীর প্রধান হিসেবে মনোনীত হন কিরিলভ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com