পাবনার আমিনপুর থানাধীন মাসুন্দিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ব্যবস্থাপত্র, ডায়াবেটিস, রক্তচাপ পরিক্ষা, ৫-১৬ বছরের শিশু-কিশোরদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মডিকেল ক্যাম্পের চিকিৎসক ডা:মো:মেহেদি হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব শহিদুল হক শহীদ। বিশেষ অতিথি ছিলেন আশা পাবনা (বেড়া) জেলার ম্যানেজার আজিম উদ্দিন। এছাড়াও ইউপি সদস্য মিলন সহ এলাকার আরও গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক রোগী কে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়। আশা ঋন দান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপি সহ নানা সামাজিক উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে।