ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবির শাহীন। কাকনহাটি যুব সংঘের আয়োজনে বৃহস্পতিবার বিকেল তিনটায় স্থানীয় বড় খেলার মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে ওই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। খেলায় ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট ১২টি টিম অংশগ্রহণ করে। দীর্ঘদিন পর এমন একটি ফুটবল খেলার আয়োজন করায় প্রচুর দর্শকের সমাগম ঘটে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সাহজাহান কবীর সাজু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খোকন, বিএনপি নেতা সাইফুল ইসলাম চকদার ঝুলন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহ মোফাজ্জল হোসেন টিপু। বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, আব্দুল হাই, আনোয়ারুল কবীর রেনু। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।