সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

বাংলাভাষীরা হেনস্থার শিকার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

অবৈধ বাংলাদেশি শনাক্তে ভারতে বিভিন্ন রাজ্যে বিশেষ টিম
অবৈধ বাংলাদেশিদের খুঁজতে ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের বিশেষ টিম তৈরি করা হয়েছে। বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, দিল্লিতে বৈধ কাগজপত্র ছাড়া যে বাংলাদেশিরা রয়েছেন তাদের চিহ্নিত করে আটক করা হচ্ছে। বাংলাদেশে তাদের ফেরত পাঠানো হবে বলেও জানা গেছে। এতে বাংলাভাষীরা হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দিল্লি ও মহারাষ্ট্রে এর আগে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বাঙালিদের উপরে নানা হেনস্থার অভিযোগ উঠেছে। দিন কয়েক আগেই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে এক ব্যক্তিকে চিহ্নিত করে আটক করেছে গাজিয়াবাদ পুলিশ। তাঁর পরিবারের দাবি, তাঁরা অন্তত পঞ্চাশ বছর ধরে মালদহের বাসিন্দা। সেই সংক্রান্ত কাগজপত্রও রয়েছে। তার পরেও বাংলাভাষী বলেই এই হেনস্থা। গত এক দশকে বাংলাদেশি সন্দেহে বাঙালিদের হেনস্থার অভিযোগ একাধিকবার উঠেছে বিজেপি-শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে। দিল্লি এবং মুম্বইয়ে সরকারি ভাবে নেয়া সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ থেকে সেখানে কাজ করতে যাওয়া বহু বাঙালি হেনস্থার শিকার হবেন বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি।
অবৈধ বাংলাদেশিদের খুঁজতে ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের বিশেষ টিম তৈরি করা হয়েছে। বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, দিল্লিতে বৈধ কাগজপত্র ছাড়া যে বাংলাদেশিরা রয়েছেন তাদের চিহ্নিত করে আটক করা হচ্ছে। বাংলাদেশে তাদের ফেরত পাঠানো হবে বলেও জানা গেছে। ভারতের নানা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করা শুরু হয়েছে। মহারাষ্ট্রে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী ফডনবিশ। আর আটক বাংলাদেশিদের রাখার জন্য ডিটেনশন সেন্টার তৈরিরও কাজ শুরু হয়েছে।
দিল্লি পুলিশের সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, অবৈধ বাংলাদেশিদের খোঁজে বিশেষ অভিযান শুরু হয়েছে দিল্লি জুড়ে। সন্দেহভাজন ১৭৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছে থাকা নথি ভালো করে চেক করা হচ্ছে। এরপরেই আইনি ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে।
দিল্লি এবং মুম্বইয়ের মতো শহরগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পরিচয় গোপন করে থাকছে বলে গত কয়েক মাস ধরেই সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। এ বারে দিল্লির সরকারি স্কুলগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে দিল্লি পুর নিগম। পাশাপাশি অবৈধ বাংলাদেশিদের সন্তানদের যাতে জন্মের প্রশংসাপত্র না দেওয়া হয়, সেই নির্দেশিকাও জারি করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com