বুধবার, ০১ মে ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

ভালুকায় প্রতিপক্ষ জোরপূর্বক বাঁশ কেটে নেওয়ায় থানায় অভিযোগ

বিল্লাল হোসেন ভালুকা (ময়মনসিংহ) :
  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

ময়মনসিংহের ভালুকায় প্রতিপক্ষে বিরোধপূর্ণ জমি থেকে দিনেদুপুরে জোড়পূর্বক প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার বাঁশ কেটে নেয়। ঘটনাটি ঘটেছে ১০ নভেম্বর মঙ্গলবার সকালে উথুরা ইউনিয়নের ধূলিকুড়ি গ্রামের সিড়িজতলা পাড়ায়।এর শ্রী: সোহাগ রবি দাস (কালুয়াগংয়ের ধূলিকুড়ি মৌজার (৩০৬ নম্বর) দাগে ৫৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে,ক্ষতিগ্রস্ত পরিবার সোহাগ (কালুয়া বাদী) হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতিপক্ষরা হলেন, শ্রী: রুপচান রবি দাস,মানিক রবি দাস,নিতাই রবি দাস, রঞ্জিত রবিদাস ও প্রদীপ রবিদাসগংরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে উভয় পক্ষকে ওই বাঁশ কেউই ফয়সালা হওয়ার আগে না নেওয়ার নিষেধ করে আসেন। পরে ওই দিন রাতেই প্রতিপক্ষরা আইন অমান্য করিয়া রাতের আধারে সবগুলো বাঁশ নিয়ে যায়। পরদিন সকালে সোহাগগং (কালুয়া) দৈনিক খবরপত্র পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধিকে খবর দিলে সরজমিন করে জানা যায়, প্রতিপক্ষ রুপচান গংরাই রাতের আধারে সবগুলো বাঁশ নিয়ে ক্রয় করে দেন। এ ব্যাপারে জানতে চাইলে খবরপত্র প্রতিনিধিকে বলেন, ধূলিকুড়ি গ্রামের ২নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি মোহাম্মদ আব্দুল ছামাদ বলেন, রুপচান রবিদাসগংরাই ঐ দিন রাতে রুপচান সবগুলো বাঁশ নিয়ে ক্রয় করে দেন এবং আমি নিজেও তাদেরকে বাধা দেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com